জাকস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত JAKAS Foundation Job Circular 2025

JAKAS Foundation Job Circular 2025 এ আবেদনকারীকে অনলাইনে তার কাঙ্খিত চাকরির আবেদন ৩১ আগস্ট ২০২৫ ইং এর মধ্যে ব্যক্তিগত, ও শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার তথ্য (প্রয়োজনে) দিয়ে সম্পন্ন করতে হবে

জাকস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত JAKAS Foundation Job Circular 2025

জাকস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (JAKAS Foundation Job Circular 2025) জাকস ফাউন্ডেশন হতে নতুন করে আবারও বিশাল আকারে প্রকাশ করা হয়েছে।

জাকস ফাউন্ডেশন মোট ৪০৩ জনকে যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে ১৪টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে এই সার্কুলারটি প্রকাশ করেছে।

JAKAS Foundation Job Circular 2025 এ আবেদনকারীকে অনলাইনে তার কাঙ্খিত চাকরির আবেদন ৩১ আগস্ট ২০২৫ ইং এর মধ্যে ব্যক্তিগত, ও শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার তথ্য (প্রয়োজনে) দিয়ে সম্পন্ন করতে হবে।

প্রথমে গুরুত্বপূর্ণ তারিখ ও সময় জানি


প্রকাশের তারিখ ও পত্রিকার নামঃ ১৫ আগস্ট ২০২৫ ইং, দৈনিক ইত্তেফাক পত্রিকাতে

আবেদন করার শুরুর তারিখঃ ১৫ আগস্ট ২০২৫ ইং।

আবেদন করার শেষ তারিখঃ ৩১ আগস্ট ২০২৫ ইং।


মোট শূন্য পদের হিসাব

জাকস ফাউন্ডেশন এই চলমান সার্কুলারে মাধ্যমে মোট ১৪টি জব ক্যাটাগরি পদে ৪০৩ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে নিয়োগ দিবে।


জাকস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

শর্ত সাপেক্ষে ১৪টি জব ক্যাটাগরিতে ৪০৩ জন নারী ও পুরুষ (শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য জাকস ফাউন্ডেশন আহবান করেছে।

জাকস ফাউন্ডেশন চাকরিতে আবেদন করার ১ম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

জাকস ফাউন্ডেশন নিয়োগ ২০২৫ এ শুধুমাত্র বাংলাদেশী ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্বে নারী ও পুরুষ (Female & Male)  শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে।

জাকস ফাউন্ডেশন চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন (Salary) তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা (Experience) প্রয়োজন নেই পদের চাইতে।

জাকস ফাউন্ডেশন নিয়োগ ২০২৫

জাকস ফাউন্ডেশন নিয়োগ ২০২৫ এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। এই জাকস ফাউন্ডেশন চাকরিতে আবেদনপত্র দেওয়া কোন তথ্য যাতে ভুল না হয় এদিকে খেয়াল রেখে সঠিকভাবে আবেদন সম্পন্ন করতে হবে। কেননা জাকস ফাউন্ডেশন চাকরির মনোনয়ন পেতে অবশ্যেই সঠিকভাবে আবেদন করা লাগবে।

জাকস ফাউন্ডেশন চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময় ব্যাপী। এই সময়ের মধ্যে https://jakas-bd.org/job-circular.html ওয়েবসাইটে প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের (National ID Card) তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি (Signature Photo) দিয়ে আবেদন করতে হবে।

আমরা আরো জাকস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর গুরুত্বপূর্ণ তথ্য নিচের টেবিলে প্রকাশ করেছি।

JAKAS Foundation Job Circular 2025

নিয়োগকর্তার নাম জাকস ফাউন্ডেশন।
নিয়োগকর্তার ধরন এনজিও।
চাকরির ধরন কি? এনজিও চাকরি।
জব ক্যাটাগরি ১৪টি।
মোট লোক সংখ্যা কত? ৪০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা কি? নিদিষ্ট বিষয়ে স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী।
কারা আবেদন করতে পারবে? নারী ও পুরুষ।
অভিজ্ঞতার কতটুকু লাগবে? নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।
আবেদনের বয়স-সীমা কত? ন্যূনতম ১৮ বৎসর হতে হবে। (জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন অনুযায়ী)
মাসিক বেতন কত? ২২,০০০/- থেকে ৫৭,০০০/- টাকা।
আবেদন করার পদ্ধতি/ধরন ডাকযোগে।
প্রকাশের তারিখ কবে? ১৫ আগস্ট ২০২৫ ইং।
আবেদন শুরুর দিন ১৫ আগস্ট ২০২৫ ইং।
আবেদনের শেষ দিন ৩১ আগস্ট ২০২৫ ইং।
কর্তৃপক্ষের ওয়েবসাইট https://jakas-bd.org/

জাকস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অফিসিয়াল ইমেজ/PDF

জাকস ফাউন্ডেশন চাকরির বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, অভিজ্ঞতা, আবেদন করার নিয়মসহ, সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য অফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তি ইমেজ পড়তে হবে।

আপনার জন্য আমরা নিচে জাকস ফাউন্ডেশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অফিশিয়াল ইমেজ (Official Image) প্রকাশ করেছি। অবশ্যই চাকরিতে আবেদন করার পূর্বেই এই চাকরির সম্পর্কিত সকল তথ্য এই জাকস ফাউন্ডেশন জব সার্কুলার ইমেজ থেকে জেনে নিন।